Thursday, 21 May 2015

ছড়া

১) কথা

দেখ বাপু বেশি কথা একেবারে ভালো না।
কথার ভিতরে থাকে শতকোটি ছলনা।
কথাতেই মনে হল, ঘটেছিল গতবার
আমিও বলেছি সেটা না হলেও শতবার।
সেইযে আকাশ থেকে নেমে এলো স্কাইল্যাব
ভুলে গেছো? নাকি শুধু চেয়ে থাকো ড্যাব ড্যাব।
ভয় লাগে? বলবেতো সেকথাটা প্রথমেই?
বলতো সত্যি করে কোনখানে ভয় নেই?
ফুটপাথে শুয়ে আছো? দিল কেউ গাড়ি চাপা। 
হয়তো নেপালে গিয়ে খেলে তুমি বাড়ি চাপা।
বলেছ সত্যি কথা তাহলে তো ছাড় নেই
মাথায় হাতুড়ি খেয়ে হবে তবে মরতেই।
দেখো বাপু মরণটা লেগে থাকে পেছনেই
তাকে কভু টেনে এনে সামনেতে নিতে নেই।

২)বাংলার বাঘ




















সেদিন সকাল বেলা গিয়েছিনু শিকারে
ঝড়খালি জঙ্গলে। না জানি কি বিকারে
পিছনে লাগিয়া গেল দুইটি ক্যামেরাম্যান।
একজন পাঞ্জাবী, আরেকটি জার্মান।
অ্যানিম্যাল প্ল্যানেটের কিম্বা অন্য কেউ
আমাদের পশ্চাতে যেমন লাগত ফেউ।
আমিও দেখানু ভাব যেন তাকে দেখি নাই
ক্যামেরায় ছবি হোক এমন আমিও চাই।
চারবার লেজ নাড়া, গোটা দুই হুঙ্কার
বাঙ্গালী শাবক হলে এতেই পগারপার।
এরা দেখি একেবারে ছিনেজোঁক মস্ত
তিন ঠ্যাঙ্গা ক্যামেরায় তুলল সমস্ত।
এবার আমার কাজ উদরের কর্ম
সামনে দুইটি প্রাণি ব্যাঘ্রের ধর্ম।
বাঙ্গালী খেয়েছি বহু, জার্মান খাই নাই
সাথে আছে পাঞ্জাবী এত সুখ কোথা পাই।
তারপরে কি হইল সে কথা বলার নয়
সব কিছু তোলা আছে দামিদামি ক্যামেরায়।

৩) লিমেরিক
গাড়ি চাপা দিয়ে মানুষ মেরেছি নিছক মদের খেয়ালে,
এই সামান্য অপরাধে মোরে আদালতে তুমি নেওয়ালে।
আমার চেয়েও অপরাধী আছে,
থাকে তারা সব তোমাদেরই কাছে,
যারা শুয়ে থাকে ফুটপাথে আর যারা হিসু করে দেয়ালে ।


AdSense